Saturday, 8 August 2015

পলাশীর যুদ্ধ.....

একটি ট্র্যাজেডিমূলক অধ্যায়। মূলত: একটি ষড়যন্ত্রমূলক যুদ্ধ। যুদ্ধে বিশ্বাসঘাতকতার চরম পরিচয় দেন মীর জাফর আলী খান, জগৎশেঠ, রায় দূর্লভ, রাজ বল্লভ, কৃষ্ঞচন্দ্র, উঁমি চাঁদ, ঘসেটি বেগম ও শওকত জঙ্গ এর মত মানুষেরা। তাদের সহায়তায় নাম মাত্র যুদ্ধে প্রায় বিনা বাধায় জয়ী হয় রবার্ট ক্লাইভের সৈন্যদল। যুদ্ধে নবাব সিরাজ উদ দৌলা-র সহায়তা করেন মীর মদন, মোহন লাল, ফরাসী সেনাপতি সিনফ্রে সহ আরো অনেকে। ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আ¤্রকাননে যুদ্ধ শুরু হয়। নবাবের পক্ষে সেনাপতি ছিলেন মীর জাফর। যদিও ষড়যন্ত্র আঁচ করতে পেরে সেনাধ্যক্ষ পরিবর্তন করে আব্দুল হাদী খান কে নিযুক্ত করেন। কিন্তু মীর জাফর পবিত্র কোরআন স্পর্শ করে শপথ করায় নবাব তার সিদ্ধান্ত আবার পরিবর্তন করেন। আর মীর জাফরের কূট কৌশলে পরাজিত হয় নবাব বাহীনি। যুদ্ধে বিজিত হওয়ার পর পাটনার উদ্দেশ্যে গমন কালে মীর কাশিম কর্তৃক নবাব ধৃত হন। এবং পরে ১৭৫৭ সালের ২৯ জুন মীর জাফরের পুত্র মীরনের আদেশে মোহাম্মদী বেগ নবাব সিরাজ উদ দৌলা বিন জয়নুদ্দিন কে নৃশংস ভাবে হত্যা করে। তার পর ১৭৫৭ সাল হতে ১৭৬৫ সাল পর্র্যন্ত মীর জাফরের পরিবার নাম মাত্র ক্ষমতাবলে বাংলা শাসন করেন। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানী সরাসরি ক্ষমতা তাদের হাতে তুলে নেয়। আর এভাবেই অস্তমিত হয় বাংলার স্বাধীনতা সূর্য।

-আশরাফুল ইসলাম সায়ান।

No comments: