Saturday, 8 August 2015

প্রত্নতত্ত্ব......

প্রত্নতত্ত্ব কী?
 অতীত যুগের মানুষের ব্যবহার্য দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।


প্রত্নতত্ত্বের উৎস কী কী?
 প্রত্নতত্ত্বের নানাবিধ উৎস বিদ্যমান যা থেকে আমরা তথ্য পেতে পারি। যেমন:
১. সাহিত্য উৎস
২. মৌখিক উৎস
৩. যন্ত্রপাতি
৪. স্থানীয় জ্ঞান
৫. প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান
৬. সরকারি উৎস
৭. পূর্ব জরিপ


প্রত্নতত্ত্বের সময়কালের ভিত্তিতে সমাজের শ্রেণিবিভাগ উল্লেখ কর?
 পাঁচ (৫) ভাগে ভাগ করা হয়েছে। যথা:
-    প্রাচীন প্রস্তর যুগ (১,০০,০০০ - ১০,০০০ অব্দ পর্যন্ত)
-    নব্য প্রস্তর যুগ (১,০০০ - ৩৫,০০০ অব্দ পর্যন্ত)
-    ব্রোঞ্জ যুগ (৩৫,০০০  - ১,৯০০ অব্দ পর্যন্ত)
-   তাম্র যুগ (১,৯০০ - ১,৪০০ খ্রিস্টাব্দ পর্যন্ত)
-    লৌহ যুগ (১,৫০০ খ্রি: মধ্যপ্রাচ্যে সূচনা হয়)


-আশরাফুল ইসলাম সায়ান।

No comments: