১৯৫৯ সালে ব্রিটিশ সরকার সর্বপ্রথম ভারত বর্ষে থানা ব্যবস্থার প্রবর্তন
করেন। যা পাকিস্তান আমলে আইয়ুব সরকার ও বহাল রাখে। ১৯৭২
সালের ২৮ এপ্রিল বাংলাদেশ সরকার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক
ঘোষনা বলে থানা ব্যবস্থার স্থলে থানা উন্নয়ন কমিটি গঠন করেন। একই
সাথে মহকুমার প্রবর্তন করা হয়। তৎকালে মহকুমার দ্বায়িত্ব প্রাপ্ত প্রধানকে
বলা হত সার্কেল অফিসার (C.O.)। এবং থানা উন্নয়ন কমিটির প্রধানকে
বলা হত থানা নির্বাহী অফিসার (T.N.O.)। এর চার বছর পর ১৯৭৬
সালে বাংলাদেশ সরকার স্থানীয় স্বায়ত্বশাসন অধ্যাদেশের মাধ্যমে একে
থানা পরিষদ নামে নাম পরিবর্তন করেন। ১৯৮২ সালের ২১ ডিসেম্বর
তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ থানা পরিষদ কে উপজেলা
পরিষদ করার উদ্যোগ নেন। এর প্রেক্ষিতে ১৯৮৩ সালে তিনি তা
বাস্তবায়ন করেন। ১৯৮৪ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হয়। ১৯৯১ সালের নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া
১৯৯২ সালে উপজেলা পরিষদের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।
অতপর ১৯৯৭ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আরোহন করে এবং
১৯৯৮ সালে মহান সংসদে উপজেলা পরিষদ বিল (আইন) পাস করে।
যা ১৯৯৯ সালে কার্যকর করা হয়। ২০০৮ সালে এসে তত্ত¡াবধায়ক
সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি করে। এই আইনের আওতায়
২০০৯ সালে তৃতীয় বারের মত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১৪ সালে চতুর্থ মেয়াদে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হয়। বর্তমানে সমগ্র বাংলাদেশে উপজেলার সংখ্যা ৪৮৮টি। যার
সবগুলোই উপজেলা পরিষদ আইনের অধীনে পরিচালিত হচ্ছে।
-আশরাফুল ইসলাম সায়ান।
করেন। যা পাকিস্তান আমলে আইয়ুব সরকার ও বহাল রাখে। ১৯৭২
সালের ২৮ এপ্রিল বাংলাদেশ সরকার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক
ঘোষনা বলে থানা ব্যবস্থার স্থলে থানা উন্নয়ন কমিটি গঠন করেন। একই
সাথে মহকুমার প্রবর্তন করা হয়। তৎকালে মহকুমার দ্বায়িত্ব প্রাপ্ত প্রধানকে
বলা হত সার্কেল অফিসার (C.O.)। এবং থানা উন্নয়ন কমিটির প্রধানকে
বলা হত থানা নির্বাহী অফিসার (T.N.O.)। এর চার বছর পর ১৯৭৬
সালে বাংলাদেশ সরকার স্থানীয় স্বায়ত্বশাসন অধ্যাদেশের মাধ্যমে একে
থানা পরিষদ নামে নাম পরিবর্তন করেন। ১৯৮২ সালের ২১ ডিসেম্বর
তৎকালীন রাষ্ট্রপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ থানা পরিষদ কে উপজেলা
পরিষদ করার উদ্যোগ নেন। এর প্রেক্ষিতে ১৯৮৩ সালে তিনি তা
বাস্তবায়ন করেন। ১৯৮৪ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হয়। ১৯৯১ সালের নির্বাচনের পর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া
১৯৯২ সালে উপজেলা পরিষদের সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।
অতপর ১৯৯৭ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আরোহন করে এবং
১৯৯৮ সালে মহান সংসদে উপজেলা পরিষদ বিল (আইন) পাস করে।
যা ১৯৯৯ সালে কার্যকর করা হয়। ২০০৮ সালে এসে তত্ত¡াবধায়ক
সরকার উপজেলা পরিষদ অধ্যাদেশ জারি করে। এই আইনের আওতায়
২০০৯ সালে তৃতীয় বারের মত উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সর্বশেষ ২০১৪ সালে চতুর্থ মেয়াদে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত
হয়। বর্তমানে সমগ্র বাংলাদেশে উপজেলার সংখ্যা ৪৮৮টি। যার
সবগুলোই উপজেলা পরিষদ আইনের অধীনে পরিচালিত হচ্ছে।
-আশরাফুল ইসলাম সায়ান।
1 comment:
সার্কেল অফিসার (ঈ.ঙ) এবং থানা নির্বাহী অফিসার (ঞ.ঘ.ঙ)
দুটি ভুল সংশোধন করা প্রয়োজন। যাই হোক খুবই গুরুত্বপূর্ণ পোষ্টে এটি।
Post a Comment