বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশের একটি আধাসামরিক সংস্থা।
এর
কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা।
এর
প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত।
ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৭৯৪ সালে ফ্রন্টিয়ার প্রটেকশন ফোর্স গঠন করে । ১৭৯৫ সালের ২৯ জুন এর নাম পরিবর্তন করে (বর্তমান খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলায়) রামগড় লোকাল ব্যাটালিয়ন করা হয়।
সৈন্যসংখ্যা ছিল ৪৪৮।
ছয়
পাউন্ড গোলা, চারটি কামান এবং দুটি অনিয়মিত অশ্বারোহী দল নিয়ে রামগড় লোকাল ব্যাটালিয় কাজ শুরু করে।
কালের বিবর্তনে এই বাহিনী বিভিন্ন সময়ে বিভিন্ন নাম ধারন করেছে, ১৮৬১ খ্রিষ্টাব্দে এক হাজার ৪৫৪ জন জওয়ান নিয়ে ফ্রন্টিয়ার গার্ডস গঠিত হয়।
এরপর ১৮৯১ খ্রিষ্টাব্দে নামকরন হয় বেঙ্গল মিলিটারি পুলিশ।
বেঙ্গল মিলিটারি পুলিশ বাহিনীকে চারটি কোম্পানিতে ভাগ করা হয়।
এর
স্থায়িত্বকাল ছিল ১৯১৯ সাল পর্যন্ত।
এরপর ১৯২০ সালে এসে এই বাহীনির নামকরন করা হয় ইস্টার্ণ ফ্রন্টিয়ার রাইফেল্স।
যা
১৯৪৭ খ্রিষ্টাব্দে ইস্ট পাকিস্তান রাইফেল্স নামে পরিচিতি লাভ করে।
এর
সংক্ষিপ্ত নামকরণ করা হয় ইপিআর।
দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ৩ মার্চ ইপিআর বাহিনীকে পুনর্গঠন করে এর নাম রাখা হয় বাংলাদেশ রাইফেলস (বিডিআর)। ১৯৮০ সালের ৩ মার্চ থেকে এ বাহিনীর স্বীকৃতি হিসেবে সরকার একে জাতীয় পতাকা প্রদান করে।
১৯৯৭ সালের ১৬ মার্চ বিডিআর বাহিনীর জন্য তিন রঙের সংমিশ্রণে ছাপা কাপড়ের ইউনিফর্মের প্রবর্তন করা হয়।
No comments:
Post a Comment